জেদ্দায় নির্যাতিত নারীদের সহযোগিতার ডক্টর ফোরাম
সৌদি আরবের জেদ্দায় কনস্যুলেট নির্যাতিত নারীদের স্বাস্থ্যসেবা দিতে হাত বাড়িয়ে দিয়েছে জেদ্দা ডক্টর ফোরাম। এ ছাড়া জেদ্দায় কনস্যুলেট সেফ হাউস নামে তাদের পুনর্বাসন করে আইনি সহযোগিতাসহ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে সংগঠনটি।
জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন ও বিডি ডক্টর ফোরাম সেই লক্ষ্যে এগিয়ে এসে প্রতিদিন একজন চিকিৎসক ও সাপ্তাহিক তাদের টিম সেফ হাউস পরিদর্শন করবে। এদিকে, কনস্যুলেটে পালিয়ে আসা নারীদের সেফ হোমের ধারণক্ষমতা ৩০ থেকে ৩৫ জন। এখন দিন দিন সেই সংখ্যা বাড়ছে। বর্তমানে ৭৪ জন নারী সেফ হোমে রয়েছেন। তাদেরকে স্বাস্থ্যসেবা দিতে এগিয়ে আসায় ডক্টর ফোরামকে ধন্যবাদ জানান নির্যাতিত নারীরা।
এখন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে আশ্রয় নিলে কনস্যুলেট তাদেরকে থাকা-খাওয়াসহ আইনি সহযোগিতা দিচ্ছে এবং দেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে সংগঠনটি।
এ সংবাদটি এ পর্যন্ত 722 জন পাঠক পড়েছেন