রবিবার, ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
বিয়ে করলে ট্রেনের টিকিট ফ্রি Reviewed by Momizat on . নববিবাহিতাদের জন্য সুখবর। বিয়ে করলে ট্রেনের টিকিট ফ্রি। বুধবার নব দম্পতিদের জন্য এ ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। বুধবার দুপুরে রাজধানীর বনানীতে অতিশ দীপঙ নববিবাহিতাদের জন্য সুখবর। বিয়ে করলে ট্রেনের টিকিট ফ্রি। বুধবার নব দম্পতিদের জন্য এ ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। বুধবার দুপুরে রাজধানীর বনানীতে অতিশ দীপঙ Rating: 0
You Are Here: Home » পর্যটন » বিয়ে করলে ট্রেনের টিকিট ফ্রি

বিয়ে করলে ট্রেনের টিকিট ফ্রি

mojibul_mairrage_236699নববিবাহিতাদের জন্য সুখবর। বিয়ে করলে ট্রেনের টিকিট ফ্রি।

বুধবার নব দম্পতিদের জন্য এ ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

বুধবার দুপুরে রাজধানীর বনানীতে অতিশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৯৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় মন্ত্রী এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে ৬৭ বছর বয়সে বিয়ে করার জন্য রেলমন্ত্রীকে বক্তারা ধন্যবাদ জানান।
এ ধন্যবাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী রসিকতা করে বলেন, নতুন বিয়ে করলে ট্রেনের টিকেট ফ্রি দেওয়া হবে।

রেলমন্ত্রী বলেন, নতুন বিয়ে করলে ট্রেনের টিকিট ফ্রি। কমলাপুর রেলওয়ে স্টেশনে নববিবাহিত স্ত্রীকে নিয়ে আসলে বাংলাদেশের যেকোনো জায়গায় বিনামূল্যে ভ্রমণের জন্য ট্রেনের টিকিট দেয়া হবে।

এ সময় মন্ত্রী বলেন, যারা এখনো বিয়ে করেননি তারা তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন। যেখানে খুশি সেখানে যেতে পারবেন নব দম্পতিরা। পুরনোদের মধ্যে কেউ এই সুযোগ চাইলে মন্ত্রী তার সাখে যোগাযোগের পরামর্শও দেন।
বর কনের জন্য টিকিট ফ্রির মতো রোমাঞ্চকর জবাব শুনে উপস্থিত দর্শকরা হাততালি দিয়ে রেলমন্ত্রীকে অভিনন্দন জানান।

গত বছরের ৩১ অক্টোবর রেলমন্ত্রী বিয়ে করছেন কুমিল্লার চান্দিনা উপজেলার মীরাখলা গ্রামের হনুফা আক্তারকে। তিনি ওই গ্রামের প্রয়াত হাবিবুল্লাহ মুন্সির মেয়ে, তার বয়স ২৯।৬৭ বছর বয়সে রেলমন্ত্রীর বিয়ে ঘিরে সারাদেশে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়।

এ সংবাদটি এ পর্যন্ত 880 জন পাঠক পড়েছেন

About The Author

Number of Entries : 371

Leave a Comment

সম্পাদক ও প্রকাশক মো: ইকবাল হোসেন
অফিস: ৯ নং সুরমা মার্কেট,৩য় তলা সিলেট।
ইমেইল-dailychironton@gmail.com
ওয়েব-www.dailychironton.com
মোবাইল-০১৭১৬-৯৬৯৯৭৮

© 2015 Powered By dailychironton.Designed by M.A.Malek

Shares
Scroll to top