সোমবার, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সাকিবের ৫ উইকেট শিকার, অলআউট শ্রীলংকা-ডেইলি চিরন্তন Reviewed by Momizat on . সাকিবের ৫ উইকেট শিকার, অলআউট শ্রীলংকা-ডেইলি চিরন্তন ডেইলি চিরন্তনঃ অবশেষে কাঙ্ক্ষিত উইকেটের দেখা পাচ্ছে বাংলাদেশের বোলাররা। দুই সেঞ্চুরিয়ানের একজনকে ফেরালেন পেস সাকিবের ৫ উইকেট শিকার, অলআউট শ্রীলংকা-ডেইলি চিরন্তন ডেইলি চিরন্তনঃ অবশেষে কাঙ্ক্ষিত উইকেটের দেখা পাচ্ছে বাংলাদেশের বোলাররা। দুই সেঞ্চুরিয়ানের একজনকে ফেরালেন পেস Rating: 0
You Are Here: Home » খেলা » সাকিবের ৫ উইকেট শিকার, অলআউট শ্রীলংকা-ডেইলি চিরন্তন

সাকিবের ৫ উইকেট শিকার, অলআউট শ্রীলংকা-ডেইলি চিরন্তন

সাকিবের ৫ উইকেট শিকার, অলআউট শ্রীলংকা-ডেইলি চিরন্তন

ডেইলি চিরন্তনঃ অবশেষে কাঙ্ক্ষিত উইকেটের দেখা পাচ্ছে বাংলাদেশের বোলাররা।

দুই সেঞ্চুরিয়ানের একজনকে ফেরালেন পেসার ইবাদ।

এক বল আগে চমৎকার পুলে বাউন্ডারি মেরে লিড ১০০ স্পর্শ করেন দিনেশ চান্দিমাল। পরের বলেই কাভারে তামিম ইকবালের দারুণ ক‍্যাচে বিদায় নিলেন এই অভিজ্ঞ মিডল অর্ডার ব‍্যাটার।

ইবাদত হোসেনের তৃতীয় উইকেটে ভাঙল ৪১৫ বল স্থায়ী ১৯৯ রানের জুটি। ২১৯ বলে ১১ বাউন্ডারি ও ১ ছক্কায় ১২৪ রানে শেষ হয় চান্দিমালের ইনিংস।

যদিও অন্যপ্রান্তে দেড়শ ছোঁয়ার আশায় ব্যাট করে যাচ্ছেন ম্যাথুস।

তবে চান্দিমালের প্রান্ত ঠিক মতো ধরে রাখতে পারছে না লঙ্কান ব্যাটাররা।

নিরোশান ডিকভেলা বেশিক্ষণ ম্যাথুসের সঙ্গী হতে পারেননি।

দিনের প্রথম সাফল্য পান সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলেন নিরোশান ডিকভেলা। ব্যাটসম্যানের মুভমেন্ট বুঝতে পেরে বল অফ স্টাম্পের অনেক বাইরে করেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার।

ঠিকমতো ব্যাটে লাগাতে পারেননি ডিকভেলা। অনেকটা স্লো বল লিটন গ্লাভসে জমিয়ে ভেঙে দেন স্টাম্প। কট বিহাইন্ড আউট হন ডিকভেলা।

এক চারে ৯ বলে ৯ রান করে ফেরেন তিনি। সাকিবের চতুর্থ শিকার তিনি।

টিকতে পারেননি রমেশ মেন্ডিসও। মাত্র ১০ রানে ইবাদতের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন তিনি। এরপরই ফের সাকিবের আঘাত।

প্রবীন জয়াবিক্রমাকে শূন্য রানে ফেরালেন তিনি। ফের ফাইফারের স্বাদ নিলেন সাকিব।

এ প্রতিবেদন লেখার সময় শ্রীলংকার সংগ্রহ ৯ উইকেটে ৫০৩ রান।

এ সংবাদটি এ পর্যন্ত 194 জন পাঠক পড়েছেন

About The Author

Number of Entries : 415

Leave a Comment

সম্পাদক ও প্রকাশক মো: ইকবাল হোসেন
অফিস: ৯ নং সুরমা মার্কেট,৩য় তলা সিলেট।
ইমেইল-dailychironton@gmail.com
ওয়েব-www.dailychironton.com
মোবাইল-০১৭১৬-৯৬৯৯৭৮

© 2015 Powered By dailychironton.Designed by M.A.Malek

Shares
Scroll to top