শুক্রবার, ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
আকাশপথে করোনার সব বিধিনিষেধ বাতিল Reviewed by Momizat on . আকাশপথে করোনার সব বিধিনিষেধ বাতিল ডেইলি চিরন্তনঃ এতদিন বিদেশ থেকে আসতে যাত্রীদের করোনা পরীক্ষা কিংবা ভ্যাকসিন সার্টিফিকেট সঙ্গে রাখার যে বিধিনিষেধ ছিল, সেটি বাত আকাশপথে করোনার সব বিধিনিষেধ বাতিল ডেইলি চিরন্তনঃ এতদিন বিদেশ থেকে আসতে যাত্রীদের করোনা পরীক্ষা কিংবা ভ্যাকসিন সার্টিফিকেট সঙ্গে রাখার যে বিধিনিষেধ ছিল, সেটি বাত Rating: 0
You Are Here: Home » জাতীয় » আকাশপথে করোনার সব বিধিনিষেধ বাতিল

আকাশপথে করোনার সব বিধিনিষেধ বাতিল

আকাশপথে করোনার সব বিধিনিষেধ বাতিল

ডেইলি চিরন্তনঃ এতদিন বিদেশ থেকে আসতে যাত্রীদের করোনা পরীক্ষা কিংবা ভ্যাকসিন সার্টিফিকেট সঙ্গে রাখার যে বিধিনিষেধ ছিল, সেটি বাতিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক থেকে গত ২৫ মে এ সংক্রান্ত নির্দেশনায় করোনাভাইরাস নিয়ে আকাশপথে সব ধরনের বিধিনিষেধ বাতিল করা হয়েছে। ফলে এখন করোনা পরীক্ষা কিংবা ভ্যাকসিন সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে না যাত্রীদের।

এতদিন বিদেশ থেকে আসতে হলে যাত্রীদের ভ্যাকসিন গ্রহণের প্রমাণ সঙ্গে রাখতে হতো। আর কারো ভ্যাকসিন দেওয়া না থাকলে করোনা পরীক্ষা করে দেশ আসতে হতো।

এর আগে বিদেশ থেকে বাংলাদেশে আসতে যাত্রীদের অনলাইনের হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হতো। ২০২২ সালের ৩০ অক্টোবর সেটিও বাতিল করে বেবিচক। তবে তখন নির্দেশনা দেওয়া হয়েছিল, যাত্রীদের ভ্যাকসিন গ্রহণের প্রমাণ সঙ্গে রাখতে হবে।

বেবিচক বলেছে, বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার ক্ষেত্রেও এ বিধিনিষেধ বাতিল করা হয়েছে। তবে যাত্রী যে দেশে যাবেন, সে দেশের নির্দেশনা অনুসরণ করবেন।

এ সংবাদটি এ পর্যন্ত 45 জন পাঠক পড়েছেন

About The Author

Number of Entries : 415

Leave a Comment

সম্পাদক ও প্রকাশক মো: ইকবাল হোসেন
অফিস: ৯ নং সুরমা মার্কেট,৩য় তলা সিলেট।
ইমেইল-dailychironton@gmail.com
ওয়েব-www.dailychironton.com
মোবাইল-০১৭১৬-৯৬৯৯৭৮

© 2015 Powered By dailychironton.Designed by M.A.Malek

Shares
Scroll to top