রবিবার, ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বিপজ্জনক পর্যায়ে চলে গেছে, সিসিক নির্বিকার-আরশ আলী Reviewed by Momizat on . দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বিপজ্জনক পর্যায়ে চলে গেছে, সিসিক নির্বিকার-আরশ আলী ডেইলি চিরন্তনঃ গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি প্রবীন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বিপজ্জনক পর্যায়ে চলে গেছে, সিসিক নির্বিকার-আরশ আলী ডেইলি চিরন্তনঃ গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি প্রবীন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা Rating: 0
You Are Here: Home » ফিচার » দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বিপজ্জনক পর্যায়ে চলে গেছে, সিসিক নির্বিকার-আরশ আলী

দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বিপজ্জনক পর্যায়ে চলে গেছে, সিসিক নির্বিকার-আরশ আলী

দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বিপজ্জনক
পর্যায়ে চলে গেছে, সিসিক নির্বিকার-আরশ আলী

ডেইলি চিরন্তনঃ গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি প্রবীন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী বলেন, সিলেট নগরীতে ডেঙ্গু জ¦রের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। সেই সাথে বাড়ছে মৃত্যু। এতে নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে ডেঙ্গুর বাহক এডিস মশা নিধনের দায়িত্ব যাদের- সেই সিটি করপোরেশন এ ব্যাপারে এখনও নির্বিকার। মশক নিধনে ঢাকঢোল পিটিয়ে নানা উদ্যোগ নেয়ার কথা বলা হলেও নগরীতে মশা মারার কার্যক্রম এখনও দৃশ্যমান নয়। তাতে জনমনে ক্ষোভ অসন্তোষ বিরাজ করছে। তিনি দ্রুত এডিস মশা নিধনের জোর দাবী জানান।
তিনি আরো বলেন, মাত্রাতিরিক্ত ভয়াবহ বিদ্যুতের লোডশেডিংয়ে দেশের সার্বিক পরিস্থিতি একেবারে নাজুক। এই লোডশেডিং এর কারণে মানুষের দুর্গতি ও জীবন জীবিকায় প্রচন্ড প্রভাব পড়েছে। এর দায় সরকারকেই নিতে হবে। পাশাপাশি সরকারের গৃহীত উন্নয়ন কর্মকান্ড ম্লান হয়ে যাচ্ছে। অবিলম্বে বিদ্যুতের লোডশেডিং বন্ধ করতঃ এই বিভাগে কর্মরত দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের তালিকা করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
ব্যারিস্টার আরশ আলী গতকাল ৩ অগস্ট বৃহস্পতিবার বিকাল ৫টায় নগরীর তালতলাস্থ অস্থায়ী কার্যালয়ে গণতন্ত্রী পার্টির সিলেট জেলা ও মহানগর শাখার এক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর গণতন্ত্রী পার্টির সভাপতি অধ্যক্ষ প্রাণকান্ত দাস এর সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টিতে যোগদানকারী মোজাফফর ন্যাপের সিলেট জেলা কমিটির সাবেক সহ-সভাপতি ধীরেন্দ্র চন্দ্র দাস রায়, গণতন্ত্রী পার্টির সিলেট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, দপ্তর সম্পাদক আজিজুর রহমান খোকন, মহানগর কমিটির সদস্য সচিব শ্যামল চন্দ্র কপালী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আখলাকুল আসপিয়া, জেলা কমিটির সদস্য ডাঃ সুভাষ কান্তি দাস, মোঃ লোকমান মিয়া, মোঃ দুলাল মিয়া, কালা মিয়া, শংকর ঘোষ প্রমুখ।
মোজাফফর ন্যাপের সিলেট জেলা কমিটির সাবেক সহ-সভাপতি ধীরেন্দ্র চন্দ্র দাস রায় গণতন্ত্রী পার্টিতে যোগদান করায় তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মুহাম্মদ আরশ আলী সহ গণতন্ত্রী পার্টির সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

Prankanta Das Prankanta Das

এ সংবাদটি এ পর্যন্ত 36 জন পাঠক পড়েছেন

About The Author

Number of Entries : 415

Leave a Comment

সম্পাদক ও প্রকাশক মো: ইকবাল হোসেন
অফিস: ৯ নং সুরমা মার্কেট,৩য় তলা সিলেট।
ইমেইল-dailychironton@gmail.com
ওয়েব-www.dailychironton.com
মোবাইল-০১৭১৬-৯৬৯৯৭৮

© 2015 Powered By dailychironton.Designed by M.A.Malek

Shares
Scroll to top