রবীন্দ্র-শরৎচন্দ্র অনুসৃত ও ‘বাংলা মুভমেন্ট থিয়েটার’ শিল্পশৈলীতে রচিত নাট্যভাস্কর ড. মুকিদ চৌধুরীর নাটক ‘রাজাবলি’। নাটকটি ৭ মার্চ, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে।
‘সকল অশুভ আমাদের পদতলে’-এই শ্লোগানে বঙ্গীয় সংস্কৃতি লালন, প্রচার ও প্রসারে নাট্যচর্চা করে আসা ‘নাট্যভূমি’র ১৯তম প্রযোজনা ও শাহজাহান শোভনের নাট্য-নিদের্শনায় চতুর্থবারের মতো ‘রাজাবলি’ নাটকটি মঞ্চস্থ হতে যাচ্ছে।
ত্রিপুরার রাজ-পরিবারের ভুলে যাওয়া এক ইতিহাস আশ্রিত নাটক ‘রাজাবলি’। হিংস-শক্তির সঙ্গে অহিংস শক্তির বিরোধিতাই নাটকটির মূল প্রতিপাদ্য।
নাটকের কাহিনীতে দেখা যাবে, পুজোর নৈবেদ্যর নামে পশুবলির মতো একটি প্রথার বিরুদ্ধে দাঁড়িয়ে ত্রিপুরার মহারাজা গোবিন্দ মাণিক্য রাজমন্দিরের পুরোহিত রঘুপতির ঈর্ষার কারণ হয়ে ওঠেন। ঈর্ষাকাতর রঘুপতি দেবীর তুষ্টির কথা বলে মহারাজের বিরুদ্ধে প্রজাদের ক্ষেপিয়ে তোলেন। একইসঙ্গে তাকে হত্যার ষড়যন্ত্রও চলে। কিন্তু সব ষড়যন্ত্রকে পাশ কাটিয়ে মহারাজ গোবিন্দমাণিক্য এই প্রথা বন্ধ ও অপশক্তিকে পরাস্ত করে শুভশক্তির সূচনা করেন।
এরকম অন্যায়ের বিরুদ্ধেই প্রতিবাদী হয়েই ১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতা ও মুক্তির ঘোষণা দিয়েছিলেন। আর এই মহান দিবসকে স্মরণ করতেই এবার ‘রাজাবলি’ মঞ্চস্থ করছে নাট্য সংগঠন ‘নাট্যভূমি’।
এ নাটকে অভিনয় করেছেন, রাহিতুল আলম আপন, রাজিব চন্দ্র শীল, শাহজাহান শোভন, সিফাত আরা ভূঁইয়া বন্যা, শারমিন কলি, এইচ এম রিজভী, শিশির আহমেদ সোহেল, ইমাম হোসেন ইমন, মোহসিনা শবনম, তাসলিমা আক্তার দৃষ্টি, মিঠুন আহম্মেদ, মনিরুল ইসলাম রাজিব, প্রতাপ চন্দ্র বর্মন, এইচ এম রায়হান রিপন, শাহাদাত হোসেন, সামছুল ইসলাম স্বপন প্রমুখ।
এছাড়া মঞ্চের নেপথ্যে রয়েছেন মীর ময়নুল হোসনে শিপলু, জাহাঙ্গীর রনি, আবদে রাব্বি নিঝুম, মুর্শিকুল আলম, লিটা প্রমুখ।
Leave a Reply