দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের দণ্ড দেয়া হয়। মঙ্গলবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক কে এম ইমরুল কায়েস এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২২ মে সোহেল রানার নিজের, তার স্ত্রী ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে-বেনামে অর্জিত স্থাবর, অস্থাবর সম্পদ ও দায়দেনার উৎস এবং তা অর্জনের বিস্তারিত বিবরণী চেয়ে সম্পদ বিবরণী নোটিশ ইস্যু করে দুদক। ২০১৫ সালের ৪ এপ্রিল রানা নিজে স্বাক্ষর করে সম্পদ বিবরণী নোটিশ গ্রহণ করেন। এ সময় রানা গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। ২৬ এপ্রিল তা পূরণ না করেই দুদকে পাঠায়ে দেন তিনি। এ অপরাধে ২ মে কমিশনের উপপরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর রমনা থানায় এ মামলাটি করেন। গত ২২ আগস্ট মামলার যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস এই দিন ধার্য করেন।
Leave a Reply