আপনি মনের খুশিতে দেদার ছবি আপলোড করে যান ফেসবুকে। আসতে থাকে লাইক এবং কমেন্টের বন্যা! তবে সব ছবি আবার সবার জন্যে নয়, তাই সেটিংস-এ গিয়ে সযত্নে পাল্টে দেন কাদের সঙ্গে শেয়ার করবেন সেই সব ছবি… কিন্তু ধরুন একদিন সকালে উঠে ফেসবুক আপডেট চেক করতে গিয়ে দেখলেন অর্ধেক অ্যালবাম নেই! আপনার তো কপালে হাত! তার মানে কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকে ডিলিট করে দিয়েছে সেই সব ছবি! হ্যাঁ, হাজার সতর্কতা নেওয়ার পরেও ফেসবুকে এমন সমস্যা হতেই পারে। বৃহস্পতিবার সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার লক্ষণ মুথিয়া বের করেছেন এমনই এক গলদ যার ফলে যে কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে ডিলিট করে দিতে পারে যে কোনও ছবি বা অ্যালবাম।
প্রফেশনাল হ্যাকারেরও কোনও প্রয়োজন হবে না। যাঁদের আপনার অ্যালবাম দেখার অনুমতি আছে, তাঁদের মধ্যে যে কেউ করতে পারেন এই কাজ। এর জন্যে শুধু লাগবে ওই বিশেষ ফটোর আইডি। ফেসবুকের অ্যানড্রয়েড অ্যাপে গ্রাফ এপিআই গলদ থাকার কারণেই এই সমস্যা। এই ফাঁক নজরে আসার পরেই ফেসবুক-কে তা জানান মুথাইয়া। এর সত্যতা যাচাই করা পরই ফেসবুক তাদের বাগ বাউন্টি প্রোগ্রামের অন্তর্গত সাড়ে বারো হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭.৭৬ লাখ) অফার করে কৃতজ্ঞতা স্বরূপ। মুথাইয়া চাইলে এর থেকে অনেক রোজগার করতে পারতেন, কিন্তু তিনি তা না করে ফেসবুক-কে সমস্যার কথা জানান। মুথাইয়ার কাছ থেকে শোনার দু’ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করে ফেলে ফেসবুক। শুধু টাকাই নয়, লক্ষণ মুথাইয়ার এই উপকারের কথা ফেসবুক সংস্থার এক মুখপাত্র স্বীকার করেছেন Sophos’ Nakedsecurity ব্লগে।
Leave a Reply