দেশে আন্তঃসংযোগ বিষয়ক নির্দেশনা তৈরি করতে যাচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। কিছুদিন আগে ভিডিও কল নিয়ে রবি ও এয়ারটেল নিজেদের মধ্যে চুক্তির মাধ্যমে ইন্টারকানেকশন শুরু করলেও এ বিষয়ে কোনো নীতিমালা এখনো নেই। নতুন এ নির্দেশনা আসলে তখন সব থ্রিজি অপারেটরের মধ্যে ভিডিও কলসহ অন্যান্য সেবার ক্ষেত্রেও আন্তঃসংযোগ স্থাপিত হবে।
সম্প্রতি কমিশনের তৈরি দু’বছর মেয়াদী রোডম্যাপে এ নির্দেশনা তৈরির কথা বলা হয়েছে। রোডম্যাপে স্পেক্ট্রাম বাদে টেলিযোগাযোগ খাতের ১৫টি বিষয় যুক্ত করা হয়েছে। এতে সুনির্দিষ্ট কোনো সময় উল্লেখ না করা হলেও ২০১৬ সালে মোবাইল নম্বর পোর্টাবিলিটি (এমএনপি) চালুর বিষয়েও উল্লেখ করা হয়েছে।
রোডম্যাপে বলা হয়েছে, সেবার গুণগত মানের বিষয়ে একটি নির্দেশনা ইতিমধ্যে দেওয়া হয়েছে। আর ২০১৬ সালের জুন মাসের মধ্যে পাওয়া যাবে এ বিষয়ক পূর্ণাঙ্গ নীতিমালা।
এর বাইরে সিম নিবন্ধন, জাতীয় নম্বর প্ল্যানিং, অবকাঠামো ভাগাভাগি, অ্যাকসেস রেগুলেশনসহ অন্যান্য বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।
মূলত ২০১৬ সালের জুন পর্যন্ত সময়কে ধরে রোডম্যাপ করা হলেও ২০১৭ সালের মধ্যে নিজস্ব স্যাটেলাইট প্রকল্প বাস্তবায়িত হবে বলে বলা হয়েছে। এছাড়াও বিটিআরসির নিজস্ব ভবন তৈরির বিষয়টিও এতে উল্লেখ রয়েছে।
Leave a Reply