শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :::
ডেইলি চিরন্তন অনলাইন নিউজ পোর্টালের জন্য সিলেটসহ দেশ বিদেশে প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীরা ইমেইলে যোগাযোগ করুন
শিরোনাম ::
শিশু মুনতাহাকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করা হয়,গ্রেপ্তার ৪ রেকর্ড গড়ে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ট্রাম্প ট্রাম্পকে সমর্থন জানালেন জো রোগান আবু সাঈদ হত্যা: বেরোবির ২ শিক্ষকসহ ৯ জন বহিষ্কার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার কোন শিক্ষায় বড় করছেন মেয়েকে, জানালেন ঐশ্বরিয়া বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের ৬ষ্ট প্রতিষ্টা বার্ষিকী উদজাপন ‘মাজার ভাঙচুর করে সুন্নি জনতাকে রাস্তায় নামতে বাধ্য করবেন না’ জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টার কঠোর বার্তা পাকিস্তানকে ধবলধোলাই করে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের মেসির মাঠে ফেরার ইঙ্গিত দিলেন মায়ামি কোচ বন্যায় আরো মৃত্যু, সবচেয়ে বেশি কুমিল্লায় প্রাথমিকের ‘শপথ বাক্য’ থেকে বাদ গেল বঙ্গবন্ধুর অংশ অন্তর্বর্তী সরকারে কে কোন দপ্তর পেলেন নোবেল বিজয়ী থেকে অন্তর্বর্তী সরকার প্রধান অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য উপদেষ্টা যারা ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর জামায়াত-শিবির নিষিদ্ধ আশঙ্কা ছিল এ ধরনের একটা আঘাত আসবে : প্রধানমন্ত্রী
সিলেট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি জামিলুল হক জামিল ও সাধারন সম্পাদক হোসেন আহমদ

সিলেট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি জামিলুল হক জামিল ও সাধারন সম্পাদক হোসেন আহমদ

সিলেট  আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি জামিলুল হক জামিল ও সাধারন সম্পাদক হোসেন আহমদ

IMG-20190118-WA0012-500x337সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এডভোকেট জামিলুল হক জামিল সভাপতি ও এডভোকেট হোসেন আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪ঃ৩০ মিনিট পর্যন্ত সমিতির ২নং বার হলের দ্বিতীয় তলার লাইব্রেরী ও তৃতীয় তলায় হল রুমে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

আনন্দ মুখর পরিবেশে ভোটগননা শেষে মধ্যরাতে ফলাফল ঘোষণা করা হয়।

প্রাপ্ত ফলাফল থেকে দেখা যায়, সভাপতি পদে এডভোকেট মো. জামিলুল হক জামিল ৪৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থীদের মধ্যে এডভোকেট মো. সামছুল হক ৩১১ ভোট, এডভোকেট মো. মিনহাজ উদ্দিন খান ২৬১ ভোট ও এডভোকেট আব্দুল মালিক ৫৫ ভোট পেয়েছেন।
সহ সভাপতি-১ পদে অন্য কোনো প্রার্থী না থাকায় মো. মুছলেহ উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সহ সভাপতি-২ পদে- এডভোকেট মো. এখলাছুর রহমান ৬১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট সৈয়দ ফেরদৌস আহমদ পেয়েছেন ৩০৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে এডভোকেট হোসেন আহমদ ৫৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থীদের মধ্যে এডভোকেট মো. আব্দুল কুদ্দুছ ৩৯২ ভোট ও এডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী (জুবের) পেয়েছেন ৯৫ ভোট।
যুগ্ম সম্পাদকের দুটি পদে এডভোকেট শংকর লাল দাস ৪৪৪ ভোট এবং এডভোকেট জোহরা জেসমিন ৪৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থীদের মধ্যে এডভোকেট মো. হুমায়ুন রশীদ (সোয়েব) ৪১৩ ভোট, এডভোকেট জাকিয়া জালাল ২৯৭ ভোট, এডভোকেট মো. সফিকুল ইসলাম ২০৬ ভোট এবং এডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন ৯৯ ভোট পেয়েছেন।
সমাজ বিষয়ক সম্পাদক পদে এডভোকেট রাশিদা সাঈদা খানম ৬০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মো. তাজ উদ্দিন (মাখন) পেয়েছেন ৪৩৭ ভোট।
সহ সমাজ বিষয়ক সম্পাদক পদে এডভোকেট মো. আলী হায়দার ফারুক ৪৫৮ ভোট পেয়েছেন নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থীদের মধ্যে এডভোকেট মো. হাবিবুর রহমান ২৬৬ ভোট ও এডভোকেট মো. আলা উদ্দিন পেয়েছেন ২৬৪ ভোট।
লাইব্রেরী সম্পাদক পদে অন্য কোনো প্রার্থী না থাকায় এডভোকেট এম. আব্দুল করিম আকবরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার পদে এডভোকেট আলী মোস্তফা মিশকাতুন-নূর ৬৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মো. আলিম উদ্দিন পেয়েছেন ৩৭৬ ভোট।
সহকারী নির্বাচন কমিশনারের ২টি পদে এডভোকেট মোহাম্মদ মখলিছুর রহমান ৬১৬ ভোট ও নেপাল চন্দ্র চন্দ ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মো. লিয়াকত আলী পেয়েছেন ২৫৪ ভোট।
সহ-সম্পাদকের ৩টি পদে এডভোকেট মো. সাইফুর রহমান খন্দকার (রানা) ৭০৫ ভোট, এডভোকেট মো. রবিউল ইসলাম ৬০৯ ভোট এবং এডভোকেট মো. আব্দুল্লাহ আল হেলাল ৫৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থীদের মধ্যে এডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান ৫৪৬ ভোট এবং এডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবীর পেয়েছেন ৩৮৮ ভোট।
কার্যনির্বাহী সদস্য পদের ১১টি পদের জন্য ১২ জন সিনিয়র আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে সর্বোচ্চ ৯৩৬ ভোট পেয়ে বিজয়ী এডভোকেট মো. আজিজুর রহমান ১ম স্থান লাভ করেছেন। বিজয়ী অপর ১০ জনের মধ্যে এডভোকেট দীনা ইয়াসমীন ৯০৯ ভোট, এডভোকেট মো. আব্দুল মান্নান চৌধুরী ৮৭৬ ভোট, মো. আখতার হোসেন খান ৮১৭ ভোট, এডভোকেট এএসএম আব্দুল গফুর ৭৯১ ভোট, এডভোকেট মো. জমিরুল ইসলাম চৌধুরী ৭৮৫ ভোট, এডভোকেট মো. ছয়ফুল হোসেন ৭২৪ ভোট, এডভোকেট গৌর বিকাশ চৌধুরী ৭২১ ভোট, এডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরী ৭১৮ ভোট, এডভোকেট মোহাম্মদ ফজলুর রব ৭১৬ ভোট এবং এডভোকেট মো. ওবায়দুর রহমান ৭১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার জ্যোর্তিময় পুরকায়স্থ (কাঞ্চন) এবং সহকারী নির্বাচন কমিশনার পান্না লাল দাস ও মো. মছলিছুর রহমান।

প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) জানান, নির্বাচনে সমিতির ১৩শ’ ৮৬জন ভোটারের মধ্যে ১১শ’ ৬জন ভোট দিয়েছেন। সিলেট জেলা বারে কর্মরত সদস্যরা ছাড়াও ঢাকাস্থ হাইকোর্ট ও সুপ্রীম কোর্ট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন বারে কর্মরত সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যদের অনেকেই আসেন ভোট দিতে। ভোট দেয়ার পাশাপাশি দিনভর চলে বার হল প্রাঙ্গণে আড্ডা-আলাপচারিতা। সন্ধ্যার পর ভোট গণনা শুরু হলে ফলাফল জানতে উৎসুক আইনজীবীরা ভীড় করেন বার লাইব্রেরি হলে।

অবশেষে কাঙ্খিত ফলাফল ঘোষণা হয় রাত ২ঃ০০ টায় ফলাফল ঘোষণা করেন বর্তমান সভাপতি এডভোকেট মো. লালা। এর পূর্বে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি এডভোকেট ইইউ শহিদুল ইসলাম শাহিন, এডভোকেট একেএম সমিউল আলম, সাাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল। বক্তরা সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন কমিশনারদের ধন্যবাদ জানান। অপরদিকে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন সহায়তা করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি ভালো লাগলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November 2024
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  



© All rights reserved © dailychironton.com
Design BY Web Nest BD
ThemesBazar-Jowfhowo