শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:২১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :::
ডেইলি চিরন্তন অনলাইন নিউজ পোর্টালের জন্য সিলেটসহ দেশ বিদেশে প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীরা ইমেইলে যোগাযোগ করুন
শিরোনাম ::
আটা কেজি ৮০০ টাকা,একটি রুটি ২৫ টাকা!পাকিস্তানের‘গলার কাঁটা’মূল্যবৃদ্ধি শাকিবের ৩য় বিয়ের খবরের মাঝেই ছেলেকে বিদেশ পাঠাচ্ছেন অপু! টিকটক কি বিক্রি হচ্ছে, সিদ্ধান্ত জানাল কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি আন্দোলন, বাইডেন কেন চুপ? মে দিবসে ওয়ার্কার্স পার্টি সিলেটের সমাবেশ অনুষ্ঠিত শনিবার মাধ্যমিক, রবিবার খুলছে প্রাথমিক বিদ্যালয় চীন থেকে থ্রেডস ও হোয়াটসঅ্যাপ সরাল অ্যাপল সাবমেরিন বিধ্বংসী ‘স্মার্ট’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত মিল্টন সমাদ্দার গ্রেপ্তার খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করতে শিক্ষামন্ত্রীর সুপারিশ সিলেটে সুরমা টাওয়ারের ১৩ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু প্রগতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জীবন কৃষ্ণ দক্ষিন সুরমায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত বিশ্বকাপের আগে ভারতের মুখোমুখি বাংলাদেশ নিজের ঘর দিয়েই গণতন্ত্রের মূল্যায়ন হয়, বিদেশ দিয়ে নয়: যুক্তরাষ্ট্রকে ভারত ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখার ৫ উপায় ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি: ওবায়দুল কাদের তীব্র গরমে হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ তীব্র গরমেও ফাটতে পারে ঠোঁট তীব্র তাবদাহে শ্রেণি কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা
সিলেট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি জামিলুল হক জামিল ও সাধারন সম্পাদক হোসেন আহমদ

সিলেট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি জামিলুল হক জামিল ও সাধারন সম্পাদক হোসেন আহমদ

সিলেট  আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি জামিলুল হক জামিল ও সাধারন সম্পাদক হোসেন আহমদ

IMG-20190118-WA0012-500x337সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এডভোকেট জামিলুল হক জামিল সভাপতি ও এডভোকেট হোসেন আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪ঃ৩০ মিনিট পর্যন্ত সমিতির ২নং বার হলের দ্বিতীয় তলার লাইব্রেরী ও তৃতীয় তলায় হল রুমে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

আনন্দ মুখর পরিবেশে ভোটগননা শেষে মধ্যরাতে ফলাফল ঘোষণা করা হয়।

প্রাপ্ত ফলাফল থেকে দেখা যায়, সভাপতি পদে এডভোকেট মো. জামিলুল হক জামিল ৪৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থীদের মধ্যে এডভোকেট মো. সামছুল হক ৩১১ ভোট, এডভোকেট মো. মিনহাজ উদ্দিন খান ২৬১ ভোট ও এডভোকেট আব্দুল মালিক ৫৫ ভোট পেয়েছেন।
সহ সভাপতি-১ পদে অন্য কোনো প্রার্থী না থাকায় মো. মুছলেহ উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সহ সভাপতি-২ পদে- এডভোকেট মো. এখলাছুর রহমান ৬১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট সৈয়দ ফেরদৌস আহমদ পেয়েছেন ৩০৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে এডভোকেট হোসেন আহমদ ৫৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থীদের মধ্যে এডভোকেট মো. আব্দুল কুদ্দুছ ৩৯২ ভোট ও এডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী (জুবের) পেয়েছেন ৯৫ ভোট।
যুগ্ম সম্পাদকের দুটি পদে এডভোকেট শংকর লাল দাস ৪৪৪ ভোট এবং এডভোকেট জোহরা জেসমিন ৪৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থীদের মধ্যে এডভোকেট মো. হুমায়ুন রশীদ (সোয়েব) ৪১৩ ভোট, এডভোকেট জাকিয়া জালাল ২৯৭ ভোট, এডভোকেট মো. সফিকুল ইসলাম ২০৬ ভোট এবং এডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন ৯৯ ভোট পেয়েছেন।
সমাজ বিষয়ক সম্পাদক পদে এডভোকেট রাশিদা সাঈদা খানম ৬০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মো. তাজ উদ্দিন (মাখন) পেয়েছেন ৪৩৭ ভোট।
সহ সমাজ বিষয়ক সম্পাদক পদে এডভোকেট মো. আলী হায়দার ফারুক ৪৫৮ ভোট পেয়েছেন নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থীদের মধ্যে এডভোকেট মো. হাবিবুর রহমান ২৬৬ ভোট ও এডভোকেট মো. আলা উদ্দিন পেয়েছেন ২৬৪ ভোট।
লাইব্রেরী সম্পাদক পদে অন্য কোনো প্রার্থী না থাকায় এডভোকেট এম. আব্দুল করিম আকবরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার পদে এডভোকেট আলী মোস্তফা মিশকাতুন-নূর ৬৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মো. আলিম উদ্দিন পেয়েছেন ৩৭৬ ভোট।
সহকারী নির্বাচন কমিশনারের ২টি পদে এডভোকেট মোহাম্মদ মখলিছুর রহমান ৬১৬ ভোট ও নেপাল চন্দ্র চন্দ ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মো. লিয়াকত আলী পেয়েছেন ২৫৪ ভোট।
সহ-সম্পাদকের ৩টি পদে এডভোকেট মো. সাইফুর রহমান খন্দকার (রানা) ৭০৫ ভোট, এডভোকেট মো. রবিউল ইসলাম ৬০৯ ভোট এবং এডভোকেট মো. আব্দুল্লাহ আল হেলাল ৫৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থীদের মধ্যে এডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান ৫৪৬ ভোট এবং এডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবীর পেয়েছেন ৩৮৮ ভোট।
কার্যনির্বাহী সদস্য পদের ১১টি পদের জন্য ১২ জন সিনিয়র আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে সর্বোচ্চ ৯৩৬ ভোট পেয়ে বিজয়ী এডভোকেট মো. আজিজুর রহমান ১ম স্থান লাভ করেছেন। বিজয়ী অপর ১০ জনের মধ্যে এডভোকেট দীনা ইয়াসমীন ৯০৯ ভোট, এডভোকেট মো. আব্দুল মান্নান চৌধুরী ৮৭৬ ভোট, মো. আখতার হোসেন খান ৮১৭ ভোট, এডভোকেট এএসএম আব্দুল গফুর ৭৯১ ভোট, এডভোকেট মো. জমিরুল ইসলাম চৌধুরী ৭৮৫ ভোট, এডভোকেট মো. ছয়ফুল হোসেন ৭২৪ ভোট, এডভোকেট গৌর বিকাশ চৌধুরী ৭২১ ভোট, এডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরী ৭১৮ ভোট, এডভোকেট মোহাম্মদ ফজলুর রব ৭১৬ ভোট এবং এডভোকেট মো. ওবায়দুর রহমান ৭১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার জ্যোর্তিময় পুরকায়স্থ (কাঞ্চন) এবং সহকারী নির্বাচন কমিশনার পান্না লাল দাস ও মো. মছলিছুর রহমান।

প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) জানান, নির্বাচনে সমিতির ১৩শ’ ৮৬জন ভোটারের মধ্যে ১১শ’ ৬জন ভোট দিয়েছেন। সিলেট জেলা বারে কর্মরত সদস্যরা ছাড়াও ঢাকাস্থ হাইকোর্ট ও সুপ্রীম কোর্ট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন বারে কর্মরত সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যদের অনেকেই আসেন ভোট দিতে। ভোট দেয়ার পাশাপাশি দিনভর চলে বার হল প্রাঙ্গণে আড্ডা-আলাপচারিতা। সন্ধ্যার পর ভোট গণনা শুরু হলে ফলাফল জানতে উৎসুক আইনজীবীরা ভীড় করেন বার লাইব্রেরি হলে।

অবশেষে কাঙ্খিত ফলাফল ঘোষণা হয় রাত ২ঃ০০ টায় ফলাফল ঘোষণা করেন বর্তমান সভাপতি এডভোকেট মো. লালা। এর পূর্বে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি এডভোকেট ইইউ শহিদুল ইসলাম শাহিন, এডভোকেট একেএম সমিউল আলম, সাাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল। বক্তরা সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন কমিশনারদের ধন্যবাদ জানান। অপরদিকে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন সহায়তা করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি ভালো লাগলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  



© All rights reserved © dailychironton.com
Design BY Web Nest BD
ThemesBazar-Jowfhowo