‘হোয়াটসঅ্যাপ’ আর শুধুমাত্র মোবাইল ম্যাসেজিং সার্ভিস থাকছে না। বহু প্রতিক্ষীত ইন্টারনেট কলিং সার্ভিস নিয়ে আসতে যাচ্ছে ম্যাসেজিংয়ের এই শীর্ষস্থানীয় অ্যাপটি।
সম্প্রতি এর কলিং ফিচারটি নিয়ে পরীক্ষা চালানো হয়েছে। গুটিকয়েক ‘হোয়াটসঅ্যাপ’ ব্যবহারকারীর প্রোফাইলে কলিং অপশনটি দেওয়া হয়। গতকাল শুক্রবার ভয়েস কলিং ফিচারটি চালু করা হয়। এর পরপরই তাদের হোয়াটসঅ্যাপে কল আসে। তারা কলটি রিসিভ করে কথাও বলেছেন। ব্যবহারকারীদের মাধ্যমে ফিচারটি পরীক্ষা করার অর্থ হলো, এরপর তারাই অন্যান্য ব্যবহারকারীর কাছে এর খবর পৌঁছে দেবেন। অ্যান্ড্রয়েড এবং ব্ল্যাকবেরি ১০ ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের নতুন সংস্করণের মাধ্যমে কলিংয়ের সুবিধা নিতে পারবেন। তবে আপাতত নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীকে কলিং ফিচারটি ব্যবহারের সুযোগ দেওয়া হবে।
এখনো আইফোন-এ চালু হচ্ছে না কল করার সুযোগ। তবে আইওএস এর জন্যে হোয়াটসঅ্যাপের নতুন সংস্করণে কলিং বাটন রাখা হয়েছে। উইন্ডোজ ফোনেও এখোনি দেওয়া হবে না কলিং ফিচার। তবে কলিং বাটনটি দেওয়া হচ্ছে। –
যাদের প্রোফাইলে কলিং ফিচারটি চালু হবে, তারা পর্দায় ‘ডায়ালিং আ ভয়েস কল টু হোয়াটসঅ্যাপ কন্টাক্টস’ লেখা পৃথক অংশ দেখতে পাবেন। কথা বলা অবস্থায় লাউডস্পিকার চালুর বাটনটিও দেওয়া হয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
Leave a Reply