ঝাকজমক আয়োজনের মধ্য দিয়ে সিলেট বিভাগের চার জেলা নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো সেলফি ক্লাব প্রেজেন্টস মিম টিভি সিলেট আইডল ২০২৪ এর ২য় রাউন্ড। ১৮ মে শনিবার দিনব্যাপি আয়োজিত অডিশনে সিলেটের চার জেলার অর্ধশতাধিক গানের পাখিরা অংশ নেন এই প্রতিযোগিতায়। জেলা ভিত্তিক প্রথম রাউন্ডের পর ইয়েস কার্ড প্রাপ্তদের নিয়ে স্টুডিও তে আয়োজিত ২য় রাউন্ডে সেরা দশজনকে বাচাই করেন বিজ্ঞ বিচারকগণ। উক্ত আয়োজনে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারে বিশিষ্ট সিনিয়র সংগীত শিল্পী জামাল উদ্দিন হাসান বান্না এবং বিশিষ্ট সংগীত শিল্পী ও প্রশিক্ষক ত্বন্নী দেব। টপ টেন হিসেবে সুনামগঞ্জ জেলার ৪ জন, মৌলভীবাজারের ৩ জন, হবিগঞ্জের ২ জন ও সিলেটের ১ এবং বিশেষ বিবেচনায় মৌলভীবাজারের ২ জন নিয়ে ১২ জনকে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত করেন বিজ্ঞ বিচারক বৃন্দ।
এ বিষয় বিস্তারিত জানাতে গিয়ে এই প্রজেক্টের অডিশন ইনচার্জ ও উপস্থাপক এমএস এ মাসুম খান বলেন, দীর্ঘদিন যাবত সিলেটের শিল্প,সাহিত্য, নাট্য, সংস্কৃতির বিকাশে মিম টিভি ইউএসএ বিভিন্ন উদ্যোগে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ২০২২ থেকে সিলেট বিভাগে সেলফি ক্লাব প্রেজেন্টস মিম টিভি সিলেট আইডল ২০২৪ এর সেকেন্ড রাউন্ড অনুষ্ঠিত হলো। এই আয়োজনে আমরা একেবারে তৃণমূলের শিশু থেকে শুরু করে নবীন প্রবীণ সকলের অংশ গ্রহণ নিশ্চিন্ত করেছি। এবং যারা উঠে এসেছেন তারা দীর্ঘ বছর যাবত গানের জগতে তাদের অসাধারণ প্রতিভা অর্জন করলেও এর আগে কখনো এমন প্রতিযোগিতায় মুল্যায়িত হওয়ার সুযোগ পাননি। বিধায় সকল প্রতিযোগি আনন্দ চিত্তে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করেছন। মাসুম খান আরও জানান, সূদুর আমেরিকা প্রবাসী আমাদের সিলেটেরই কৃতি সন্তান তরুণ সংস্কৃতি হিতৈষী ফেইসবুকের মতোই আরেক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম সেল্ফি ক্লাবের প্রতিষ্ঠাতা ও মিম টিভি ইউএস এর পরিচালক সুজন আহমেদ এর উদ্যোগেই বিশাল আয়োজন। যাতে দেশের শিল্প সংস্কৃতির বিকাশে সবাই মিলিত অংশ গ্রহণ করতে পারে সে জন্যই তিনি সিলেট আইডল শুরু করেছেন। এখান থেকে বেরিয়ে আসা শিল্পীরাই আগামী শিল্প সংস্কৃতির বিকাশ ঘটাবেন নেতৃত্ব দিবেন এই প্রত্যাশা।
সিলেট নগরীর প্রাণকেন্দ্র তালতলা পয়েন্টে অবস্থিত শার্প মিউজিক স্টুডিতে অনুষ্ঠিত সেলফি ক্লাব প্রেজেন্টস মিম টিভি সিলেট আইডল ২০২৪ এর মিডিয়া পার্টনার হিসেবে ছিলো মুনড্রপ ফিল্মস প্রোডাকশন হাউস এন্ড মিডিয়া স্কুল এবং গাড়িবাড়ি সিলেট ডট কম।
Leave a Reply