প্রযুক্তি খাতের প্রসারে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে সাইবার হামলা। ইন্টারনেট একদিকে যেমন মানুষের জীবনকে সহজ করছে, অন্যদিকে সাইবার হামলার মতো নেতিবাচক ঘটনার মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। মোবাইল ডিভাইস থেকে শুরু করে কম্পিউটার, কোনো কিছুই সাইবার হামলা থেকে রক্ষা পাচ্ছে না। এবার হ্যাকাররা ইন্টারনেট অব থিংস নামে অধিক পরিচিত ইন্টারনেটসংশ্লিষ্ট ডিভাইস খাতকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। সাম্প্রতিক এক প্রতিবেদনে এমনটাই জানায় সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ওয়েবসেন্স। খবর পিটিআই।
ইন্টারনেট অব থিংসের বাজার এখন কয়েক লাখ কোটি ডলারে দাঁড়িয়েছে। দ্রুত বাড়ার কারণে এ খাতও হ্যাকারদের নজরে চলে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
২০১১ সালে বিশ্বব্যাপী ব্যবহূত ইন্টারনেট অব থিংসের সংখ্যা ছিল ১ হাজার ২৫০ কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যাকে ছাড়িয়ে গেছে। ২০২০ সাল নাগাদ এ সংখ্যা ২ হাজার ৬০০ থেকে পাঁচ হাজার কোটি ইউনিটে দাঁড়াতে পারে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) তথ্য অনুযায়ী ২০২০ সাল নাগাদ এ বাজারের মূল্য দাঁড়াতে পারে প্রায় ৩ লাখ কোটি ডলার। দ্রুত প্রসারের কারণে খাতটির নিরাপত্তাও এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ওয়েবসেন্সের আঞ্চলিক প্রধান (ভারত ও সার্ক) সুরেন্দ্র সিং বলেন, ইন্টারনেট অব থিংসের ব্যবহার সহজ করার জন্য এর গঠন খুবই সরলভাবে করা হয়। ডিজিটাল এক্সেস যাতে সহজ হয়, তার ওপরই অধিক গুরুত্ব দেয়া হয়। এতে নিরাপত্তার বিষয়টি অনেক ক্ষেত্রেই উহ্য থেকে যায়। ফলে হামলার আশঙ্কা বাড়ে।
Leave a Reply