৬ জিবি র্যাম দিয়ে বাঁকানো ডিসপ্লেযুক্ত একটি স্মার্টফোন তৈরি করছে চীনের স্মার্টফোন নির্মাতা লিটিভি। গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা আইএএনএসকে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটির একটি সূত্র। লিটিভির দাবি, তাঁরা সাশ্রয়ী দামে ফোনটি বাজারে ছাড়বে। এ ছাড়াও ফোনটি পারফরম্যান্স হবে অনেক ভালো।
বাঁকানো ডিসপ্লে থাকায় ফোনটিকে ফ্রেমলেস মনে হবে। এ ছাড়াও ফোনটির সঙ্গে ৩৬০ ডিগ্রিতে ছবি তুলতে পারে এমন ঘূর্ণমান ক্যামেরা সুবিধাও থাকবে।
কোয়ালকম প্রসেসরচালিত ফোনটিতে ৩২ জিবি মেমোরি সুবিধা থাকবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে ফোনটি।
বিশ্বে প্রথমবারের মতো ইউএসবি-সি টাইপ ফোন তৈরি করে হই চই ফেলে দিয়েছিল লিটিভি। ইউনিভার্সাল সিরিয়াল বাস বা ইউএসবি-সি সংযোগ-তারটি হবে উভয় দিকে বিপরীতমুখী। টাইপ-সি পোর্টের প্রযুক্তি ইউএসবি থাকায় সঠিকভাবে ইউএসবি সংযোগ দিতে সেটি আর ওপর-নিচ হাতড়াতে হয় না।
লিটিভির দাবি, তাদের ৬ জিবি ফোনের স্মার্টফোনটি ইউনিভার্সাল রিমোট হিসেবে ব্যবহার করে বাড়িতে টিভি, এসি, ফ্রিজসহ অন্যান্য যন্ত্র চালানো যাবে।
স্মার্টফোন ছাড়াও টিভি, ট্যাবের বাজারে আসার চিন্তা করছে চীনের প্রতিষ্ঠানটি। শিগগিরই ভারতের বাজারে কাজ শুরু করতে পারে প্রতিষ্ঠানটি।
Leave a Reply