আগামী ৪ ডিসেম্বর শুক্রবার সকাল হতে রাত ৮টা পর্যন্ত সময়ে রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী নবাববাড়ী, লালবাগ কেলা, বলধা গার্ডেনসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান সমূহে পর্যটনের লক্ষ্যে ‘সাহিত্য পর্যটন ঢাকা’ নামকরণে একটি প্যাকেজ ট্যুর প্রোগ্রামের আয়োজন করেছে বাংলাদেশ পোয়েট্স ক্লাব, বাংলাদেশ পলীসাহিত্য গবেষণা পরিষদ ও চত্তর সাহিত্য সংস্কৃতি পরিষদ।
কর্মসূচীতে থাকবে ৩ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৯ টায় ঢাকার ঐতিহ্যবাহী বাংলাবাজারস্থ বিউটি বোর্ডিং-এ দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবি-লেখক-সাংবাদিক ও ভ্রমণ প্রিয় টিম সদস্যদের সম্মানে চা চক্র ও মতবিনিময় সভা। ৪ ডিসেম্বর সকালে এক সাথে নাস্তা সেরে নবাববাড়ীর ও লালবাগ কেলার উদ্দেশ্যে যাত্রা, দুপুরে জুমার নামাজ ও দুপুরের খাবার শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দর্শনীয় স্থান ও বলধা গার্ডেন পর্যটন। রাত ৮ টায় বিউটি বোর্ডিং-এ স্বরচিত লেখা পাঠ সাহিত্য আড্ডা, সম্মাননা ও রাতের খাবার, ৫ ডিসেম্বর সকালে যার যার গন্তব্য পথে ফিরতি যাত্রা।
উলেখ্য যে, বাংলাদেশের শিল্প সংস্কৃতির ইতিহাসে বাংলাদেশ পোয়েট্স ক্লাবের এটি ৬ষ্ঠ সাহিত্য পর্যটন। আগামী জানুয়ারীতে বৃহত্তর ময়মনসিংহ এবং মার্চে দক্ষিণ বাংলাকে ঘিরে থাকবে ৭ম ও ৮ম সাহিত্য পর্যটন। যে সব ভ্রমণ প্রিয় ব্যক্তিগণ উক্ত টিমে যুক্ত হতে ইচ্ছুক তারা ০১৭১১৩৬৭১৮৭ তাজুল ইসলাম বাঙালী এবং ০১৭১২৭৪৭৪২৩, ০১৬৮৩১৬৫৪৩৪ নাম্বারে সরাসরি যোগাযোগ করে নাম তালিকাভুক্ত করে নিতে আমন্ত্রণ জানানো যাচ্ছে। নারী-শিশু সহ স্বপরিবারে অংশ নেয়ার বিশেষ সুযোগ রয়েছে। বিজ্ঞপ্তি
Leave a Reply