বাংলাদেশে বসবাসকারী বিদেশিদের ভিসার মেয়াদ শেষ হলেই তাদের ব্যবহৃত মোবাইল সিমও বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সম্প্রতি মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তারানা হালিম আরও জানান, প্রবাসী বাংলাদেশিদের মোবাইল সিম নিবন্ধনের বিষয়েও ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রবাসীদের সিম নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, নির্দিষ্ট সময় পর সব সিমই বন্ধ হয়ে যায়। পরবর্তীতে অপারেটররা তা আবার বিক্রি করতে পারে। প্রবাসীদের সিম বন্ধ হওয়ার আগে তাদের যেকোনো একজন আত্মীয় সিমটি নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন। পরবর্তীতে প্রবাসী ব্যক্তি দেশে ফিরলে মোবাইল অপারেটর কোম্পানির সঙ্গে যোগাযোগ করে মালিকানা পরিবর্তন করতে পারবেন। মূলত প্রতিটি সিমের মালিকানা নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
বিদেশিদের ব্যবহারকৃত সিমের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বিদেশিা বাংলাদেশে আসার পর সিম কিনলে তার ভিসার মেয়াদের সঙ্গে সামঞ্জস্যতা রেখেই সিমের মেয়াদ নির্ধারণ করা হবে। তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবেই সিম বন্ধ করে দেবে সরকার।’
সিম বন্ধের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে সিম কিনতে হলে পাসপোর্টের ফটোকপি জমা দিতে হয়। এতে ভিসার মেয়াদ উল্লেখ থাকে। সুতরাং ভিসার মেয়াদ শেষ হওয়ার পর সিম বন্ধ করতে কোনো সমস্যা হবে না।
সম্প্রতি বিদেশিরা এদেশে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছেন উল্লেখ করে তারানা হালিম বলেন, যেসব বিদেশি বাংলাদেশে বিভিন্ন অপরাধে জড়াচ্ছে- তাদের ভিসার মেয়াদ নেই। অর্থাৎ কাগজে-কলমে তারা এদেশে নেই। এতে অপরাধী শনাক্ত করতে সমস্যা হয়।
Leave a Reply