সময় যেন এখন স্মার্টফোন বা স্মার্ট প্রযুক্তির। বিশেষ করে এখন যোগাযোগের মাধ্যম হিসেবে স্মার্টফোন বা মোবাইল ছাড়া যেন চলেই না। তবে এই স্মার্ট ডিভাইস নিয়ে মানুষকে নানা রকম সমস্যারও সম্মুখীন হতে হয় যেমন চুরি হয়ে যাওয়া, কথা বলার মুহূর্তে চার্জ ফুরিয়ে যাওয়া, পছন্দের মোবাইল বা স্মার্টফোনটি পানিতে পড়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি। বিশেষ করে স্মার্টফোন বা মোবাইলটি পানিতে পড়ে গেলে তাৎক্ষণিকভাবে কী করবেন তা অনেকেই বোঝে উঠতে পারেন না। তাই নিচে এর উপায় বা করণীয় নিয়েই আলোচনা করা হলো :
১.পানি থেকে জলদি মোবাইটি তুলে প্রথমে ব্যাটারি, সিম কার্ড খুলে ফেলুন।
২.ব্যাটারিটিকে শুকনো তোয়ালে দিয়ে ভালো করে মুছুন। সিম কার্ড ও গোটা মোবাইলটিকে সযত্নে মুছে নিন।
৩.এরপর একটি বাতাসমুক্ত পাত্রে শুকনো চাল নিন। সেই চালের ভিতর রেখে প্রায় দশ-বারো ঘণ্টা রেখে দিন মোবাইল ও ব্যাটারিটি। অথবা রোদেও ভালো করে শুকিয়ে নিতে পারেন। তা যদি সম্ভব না হয় একশো পাওয়ারের বাল্ব জ্বালিয়ে মোবাইল ও ব্যাটারিকে ভালো করে তাপ লাগান।
৪.তুলো দিয়ে স্পিকার, ক্যামেরা, কিপ্যাড ভালো করে মুছে নিন। এরপর চালিয়ে দেখুন মোবাইলের জ্ঞান ফিরল কিনা।
৫.বিশেষভাবে খেয়াল রাখুন মোবাইল কোনো রকম ভেজা অবস্থায় অন করবেন না। সূত্র: আনন্দবাজার
Leave a Reply