এখন থেকে শুধু সেলেব্রিটি নয়, যে কোনো টুইটার ইউজারের পেজই ভেরিফায়েড হবে। টুইটারে আপনার নামের পাশেও নীল টিক চিহ্ন দেখাবে। এতোদিন টুইটারে কোন সেলেব্রিটি বা কোন সংস্থার আসল অ্যাকাউন্টই কেবল তাদের বা সেই সংস্থার নামের পাশে ভেরিফায়েড চিহ্ন দেখা যেতো।
জেনে নিন কিভাবে টুইটার প্রোফাইলটিকে ভেরিফায়েড করবেন। এরজন্য একটা অনলাইন ফর্ম পূরণ করতে হবে। কোম্পানির নিজস্ব সাপোর্ট পেজ-এ https://support.twitter.com/articles/20174631 গিয়ে ফর্মটি পূরণ করতে হবে। দরকার হবে ইউজারের ভেরিফায়েড ফোন নম্বর ও ই-মেল আইডি। এছাড়াও লাগবে ইউজারের ছবি ও একটি সরকারি পরিচয়পত্র, যেখানে জন্ম তারিখ উল্লেখ থাকবে। আপনার অ্যাকাউন্ট ভেরিফায়েড করা হল কি না, তা ই-মেলের মাধ্যমে জানানো হবে। যদি কোম্পানি প্রথমবার পেজ ভেরিফাই না করে, তাহলে সংস্থার মেল পাওয়ার ৩০ দিনের মধ্যে ফের একইভাবে আবেদন জানাতে পারেন। মূলত সোশ্যাল মাইক্রোব্লগিং সাইট থেকে সব ধরনের ফেক অ্যাকাউন্ট সরিয়ে ফেলার জন্যই এমন উদ্যোগ কর্তৃপক্ষের।
Leave a Reply