এবারে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ফোন নম্বর ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে ফেসবুক। শিগগিরই এমন ব্যবস্থা চালু করা হচ্ছে বলে জানানো হয়েছে ফেসবুকের পক্ষ থেকে।
২০১৪ সালে হোয়াটসঅ্যাপকে কিনে নেয় মার্ক জুকারবার্গের কোম্পানি। তারপর এই প্রথমবার সংস্থার পলিসিতে বড়সড় বদল আনতে যাচ্ছে ফেসবুক। নতুন পলিসিতে ফেসবুক ইচ্ছেমতো হোয়াটসঅ্যাপের নম্বরের তথ্য ব্যবহার করতে পারবে। তবে ব্যবহারকারীদের অন্যান্য তথ্য শেয়ারের ক্ষেত্রে এই পলিসি গ্রাহ্য হবে না বলেই জানা গেছে।
ফেসবুক ও হোয়াটসঅ্যাপ দুই সংস্থারই দাবি, নতুন এই পরিবর্তনের ফলে কোন গ্রাহকের তথ্যই ফাঁস হবে না। শুধু নম্বরটি ফেসবুক বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে ব্যবহার করা হবে। তবে হোয়াটসঅ্যাপ আগের মতোই ‘অ্যাড ফ্রি’ থাকবে বলেই জানা গেছে।
এর ফলে মেসেজিং অ্যাপ ও সোশাল সাইট এই দুটির ক্ষেত্রেই পরিকাঠামোগত উন্নয়ন হবে এবং অন্যান্য প্রযুক্তিগত সমস্যাও অনেক কমবে বলেও হোয়াটসঅ্যাপের মুখপাত্র জানিয়েছেন। প্রসঙ্গত বর্তমানে সারা বিশ্বে ১০০ কোটিরও বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। যাদের অধিকাংশই ভারতীয় নাগরিক।
সূত্র: সংবাদ প্রতিদিন
Leave a Reply