সাবমেরিন কেবলের সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাত দিন বাংলাদেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিকম প্রতিষ্ঠান বিটিসিএল।
প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক তহুরা সুলতানা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার জানানো হয়, শুক্রবার প্রথম প্রহর থেকে (২১ অক্টোবর ০০.৩০ ঘণ্টা) থেকে ২৭ অক্টোবর বৃহস্পতিবার বেলা ২টা পর্যন্ত সাবমেরিন কেবলের সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণ কাজের জন্য ইন্টারনেট সার্ভিস সামান্য বিঘ্নিত হতে পারে।
তবে এই সময়ে বিকল্প ব্যবস্থায় বিটিসিএলের গ্রাহকদের ইন্টারনেট সেবা চালু রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ব্যাপারে বিটিসিএল’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিকল্প ব্যবস্থা থাকায় বাংলাদেশ ইন্টারনেট থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হবে না। তবে গ্রাহকরা হয়তো ধীরগতির সমস্যায় পড়তে পারেন।
Leave a Reply