বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির এক সভা গত ১৬ মার্চ সোমবার নগরীর ৯নং সুরমা ম্যানশনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুল খালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর এর পরিচালনায় সভার শুরুতে সংগঠনের সাবেক সভাপতি, সাবেক এমপি মুক্তিযোদ্ধা মুহম্মদ আশরাফ আলী, গণদাবী পরিষদ নেতা এডভোকেট আজিজুল মালীক চৌধুরী এবং মুক্তিযোদ্ধা সামসুদ্দোহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আব্দুল খালিককে কেন্দ্রিয় কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়। বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সিলেট জেলা কমিটির এডভোকেট আব্দুল ওয়াদুদকে সভাপতি এবং দেওয়ান মতিউর রহমান খানকে সাধারণ সম্পাদক করে ৫৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। সাধারণ সদস্য ফি ১০ টাকা থেকে বর্ধিত করে ৫০ টাকা ধার্য্য করা হয়। সভায় স্বল্প সময়ের মধ্যে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। ২৬ মার্চ সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, ঐদিন সকাল ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা এবং কেন্দ্রিয় কমিটির শূন্য পদসমূহ পূরণের সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় বক্তব্য রাখেন এডভোকেট মাওলানা আব্দুর রকিব, এডভোকেট আব্দুল ওয়াদুদ, সাংবাদিক এম এ হান্নান, ডা. হাবিবুর রহমান, বশির আহমদ, আব্দুল মুমিন লাহিন, ইকবাল হোসেন আফাজ, মারিয়ান চৌধুরী মাম্মী, রকি দেব, আব্দুল মালিক রুনু, দেওয়ান মতিউর রহমান খান, ডা. এ এ এম শিহাব উদ্দিন, আব্দুল কাদির সেবূল, কাওছার আহমদ খছরু, ক্ষমা রানী দে, রুনা বেগম, মুহিবুল ইসলাম ফটিক, নজরুল ইসলাম চুনু, হাজী লোকমান মিয়া, এডভোকেট জয়ন্ত চন্দ্র দেব, এডভোকেট ছায়দুর রহমান ছায়াদ, পারভেজ হাসান সাগর, মোশাহিদ খান, সাংবাদিক মুহিবুর রহমান, মকছুদ আলী, মোঃ আতিকুর রহমান, আব্দুল মতিন, মোঃ ছুরত আলী, মুরাদ আহমদ, ফারুক আহমদ, হেলাল আহমদ, খলকু মিয়া প্রমুখ।
Leave a Reply